অশান্ত মণিপুরে আটকে থাকা রাজ্যের বিভিন্ন জেলার আরও ৩৫ ছাত্রছাত্রীকে নিরাপদে ঘরে ফেরাল রাজ্য সরকার। বুধবার সকালে নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার রাতে বিশেষ বিমানে এঁদের ইম্ফল থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এঁদের মধ্যে ১৩ জন মণিপুর জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে আটকে ছিলেন। ফিরিয়ে আনা ছাত্রছাত্রীরা রাজ্যের মালদা, পুরুলিয়া, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার-সহ বিভিন্ন জেলার বাসিন্দা। বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য পরিবহণের দফতর ব্যবস্থা করে। উল্লেখ্য, এর আগে প্রথম দফায় রাজ্য সরকার মণিপুর থেকে ১৮ ছাত্রছাত্রীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। নবান্ন সূত্রের খবর, কলকাতা থেকে রাজ্য সরকারের তরফে একটি বিশেষ বিমান পাঠানো হয় ইম্ফলে। মঙ্গলবার সকাল সওয়া দশটা নাগাদ ইম্ফলে নামে বিমানটি। এর পর মণিপুরের স্থানীয় প্রশাসনের তরফে নিরাপত্তা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে এয়ারপোর্টে এনে বিমানে তুলে দেওয়া হয় ওই পড়ুয়াদের। এঁরা সকলেই বিএসসি, এমএসসি বা পিএইচডি করছিলেন মণিপুরের কৃষি বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন- বিবাদী বাগে আগুন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী