সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিন, আগামীকাল, মঙ্গলবার পুরুলিয়ায় প্রশাসনিক জনসভা হবে। শহরের উপকণ্ঠে শিমুলিয়া ব্যাটারি ময়দানে আয়োজিত সেই জনসভায় যোগ দিতে প্রস্তুত গোটা জেলা। এদিকে সভাস্থলে মঞ্চবাঁধা থেকে যাবতীয় কাজ শেষ হয়েছে রবিবারই। দফায় দফায় এলাকা পরিদর্শন করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনিক কর্তারা।
জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে বলে মুখ্যমন্ত্রীর সভার জন্য প্রচার চালানো হয়নি।
আরও পড়ুন-জমা জলের সমস্যা থেকে এবার পাকাপাকি রেহাই, খালের উপর হোয়েল পাম্পিং স্টেশন
এলাকাভিত্তিক কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সভার বিষয়ে অবহিত করছেন। এত মানুষ সভায় আসতে চাইছেন যে, সংখ্যাটা লক্ষাধিক হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন। এছাড়াও কিছু পরিষেবা দেবেন তিনি। এর পাশাপাশি এদিন জেলার উন্নয়নে বিশেষ বার্তা দেবেন নেত্রী। মানুষ সেই বার্তা শুনতে মুখিয়ে আছেন।
রবিবার বিকেলে প্রস্তাবিত সভাস্থলে যান তৃণমূল জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, মহিলা নেত্রী সুমিতা সিং মল্ল, শিবানী মাহাতো প্রমুখ। হংসেশ্বর বলেন, দিদির সভায় লোক আসবেই। সভা প্রশাসনের। আমরা দেখছি, সভাস্থলে কত মানুষ ধরবে। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আমরা।