ভিনরাজ্যের জালিয়াতি ধরছে বাংলার ‘রাফ অ্যান্ড টাফ’ প্রশাসন। পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব নিয়ে শুক্রবার, বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বহন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কথায়, ভিনরাজ্যের জালিয়াতি ধরছে রাজ্যের প্রশাসন। একই সঙ্গে যাদের টাকা খোয়া গিয়েছে, সেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।
পাহাড় সফর সেরে ফিরছেন মুখ্যমন্ত্রী। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা (CM Mamata Banerjee) বলেন, এটা প্রশাসনিক বিষয়। কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। শুধু বাংলায় নয়, ভিনরাজ্যের জালিয়াতরা মহারাষ্ট্র, রাজস্থান থেকে টাকা গায়েব করেছে। কিন্তু তাদের প্রথম ধরেছে এরাজ্যের প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরাই এই গ্রুপটাকে ধরেছি। আমাদের প্রশাসন রাফ অ্যান্ড টাফ। ৬জনকে গ্রেফতার করা হয়েছে। সিট গঠন করা হয়েছে।“
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে, সে পড়ুয়াদের টাকা দেওয়া হচ্ছে। তাংর আশ্বাস, “যারা ট্যাবের টাকা পায়নি, তাদের ট্যাবের টাকা দিয়ে দেওয়া হচ্ছে।”