ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই পরিস্থিতিতে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। রাজনৈতিক প্ররোচনায় পা না দিয়ে বিশ্বাস রাখার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরে মঙ্গলবার বিক্ষোভ ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্যের তরফে। তবে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদনে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
বুধবার বিশ্ব নবকার মন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ওয়াকফ নিয়ে বাংলায় এমন কিছু হবে না যাতে ভেদাভেদের রাজনীতি হয়। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আশ্বাস রাখার বার্তা দেন তিনি। এই প্রসঙ্গেই ভারত-বাংলাদেশ সীমান্তের অস্থিরতার কথা বলেন তিনি।
আরও পড়ুন- পুলিশের ডিজি নিয়োগের নিয়মে বড় বদল আনল নবান্ন
ইতিহাস স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে কেন্দ্রের বিভেদমূলক রাজনীতি চলতে থাকলেও বাংলায় সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। বাংলার ৩৩ শতাংশ সংখ্যালঘুকে রক্ষা করেছে বাংলার প্রশাসন। স্বাধীনতার পরবর্তী সময়ে যে কাঁটা তারের বেড়া হয়েছিল সেই অনুযায়ী মানুষকে রক্ষা করা তাঁর দায়িত্ব, বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ওয়াকফ আইনের জেরে বিভিন্ন রাজনৈতিক দল উস্কানির রাজনীতি করছে। সে কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক দলগুলির উস্কানিতে পা দেবেন না। অনেকেই আপনাদের প্ররোচনা দিয়ে বলবে জমায়েত করে বিক্ষোভ দেখান। আমি অনুরোধ করব আস্থা রাখুন। যতক্ষণ দিদি আছেন আপনাদের জীবন ও সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তাঁর। তিনি আবেদন করেন, বিশ্বাস হারাবেন না। আসুন আমরা বিশ্বাস রাখি। আমরা একচোট থাকলে আমরা সবকিছু জয় করতে পারি।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…