নববর্ষে মুখ্যমন্ত্রীর নতুন গান, গাইলেন শ্রীরাধা

আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে/ নতুন বছর এসো মিষ্টি করে/ আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে/ মিষ্টি করে এসো সবার ঘরে

Must read

আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে/ নতুন বছর এসো মিষ্টি করে/ আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে/ মিষ্টি করে এসো সবার ঘরে/ বৈশাখ মাসে এল নববর্ষ/ নিয়ে এসো, নিয়ে এসো নব হর্ষ/ কালবৈশাখীর ঝড়ে/ তপ্ত হলেও রোদে দগ্ধ হলেও/ নিয়ে এসো নিয়ে এসো নতুন ভোরে/ মিষ্টি বেলায় কিছু মিষ্টি করে/

আরও পড়ুন-পড়শিদেশের দুর্বৃত্তরাই মুর্শিদাবাদের ঘটনার পিছনে, স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টেও রাজ্যের অভিযোগকে সমর্থন

আধার ছড়িয়ে দাও, এসো গো ঘরে/ সবাইকে ভালো রেখো নতুন করে/ মনে মনে ছবি আঁকি প্রতিদিন/ কখন আসবে সেই ভালো দিন/ মনে মনে ছবি আঁকি নতুন দিন/ কবে আসবে সেই ভালো দিন/ এই নব কল্লোলে শুভ হোক সব/ সবকিছু মেলে দাও পাখনার পরে/ শুভ হোক সবকিছু সকলের তরে/ পাখনা মেলে দাও মিষ্টি করে/ এসো তুমি এসো তুমি এসো গো ঘরে/ শুভ বৈশাখ, শুভ বৈশাখ/ শুভ বৈশাখ নববর্ষ/ শুভ নন্দন, শুভ নন্দন/ শুভ নন্দন, শুভ নন্দন/ সবার তরে শুভ নন্দন, শুভ নন্দন/ সবাইকে শুভ নন্দন।

Latest article