উদ্বোধন হল ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের। মঙ্গলবার স্বাস্থ্যভবন থেকে এই প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে পাহাড়ি দুর্গম এলাকা- সমস্ত জায়গায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। চালু হল একসঙ্গে ১১০টি সম্পূর্ণ সজ্জিত মোবাইল মেডিক্যাল ইউনিট। একইসঙ্গে এদিন হার্টব্যাঙ্কের কথাও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, দলের রাজ্যসভার সাংসদদের উন্নয়নের তহবিল বাবদ পাওয়া ৮৪ কোটি টাকা খরচ করে এরকম ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট রেডি হয়েছে। এদিন ১১০টির উদ্বোধন হল। আগেও আমরা অ্যাম্বুল্যান্স দিয়েছি, এবার আরও বড় পদক্ষেপ নেওয়া হল। মুখ্যমন্ত্রীর কথায়,”এটা সাধারণ মোবাইল ইউনিট নয়- এটা ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক। ইসিজি, ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড-সহ নানা পরীক্ষার সুবিধা থাকবে। শিশু ও গর্ভবতী মায়েরা বিশেষভাবে উপকৃত হবেন। সিরিয়াস রোগীকেও এখানে আনা যাবে।”
আরও পড়ুন-বিস্ফোরণ ইসলামাবাদের আদালত চত্বরে! মৃত ১২, আহত বহু
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,” SSKM একটি অরগ্যান ব্যাঙ্ক করছে, লিভার ব্যাঙ্ক হচ্ছে যাতে অঙ্গ প্রত্যঙ্গ মজুত রাখা হবে। ভবিষ্যতে পরিকল্পনা আছে হার্ট, কিডনিরও ব্যাঙ্ক করার।”

