রাজ্যে এবার অঙ্গদান ও প্রতিস্থাপনের নতুন দিগন্ত খুলে যেতে চলেছে। লিভার, কিডনির পর এবার হার্ট ব্যাঙ্ক তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। মঙ্গলবার স্বাস্থ্যভবনে মোবাইল হেলথ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এসএসকেএম হাসপাতালে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম ‘অর্গ্যান ব্যাঙ্ক’। পাশাপাশি লিভার ও কিডনি ব্যাঙ্কও গড়ে তোলার পরিকল্পনা চলছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্ল্যান আছে। একটা লিভার ব্যাঙ্ক হচ্ছে, একটা কিডনি আর হার্ট ব্যাঙ্ক তৈরিরও চিন্তাভাবনা চলছে। এসএসকেএম অর্গ্যান ব্যাঙ্ক করছে। ভবিষ্যতে আমরা চাই, যাদের কোনও অঙ্গ বাদ দিতে হচ্ছে, সেই অঙ্গ যেন অন্য কারও শরীরে কাজে লাগতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরুন কারও একটা পা কেটে বাদ দিতে হল, তাহলে সেই অঙ্গ অন্যের কাজে লাগবে। যার একটা, সে যেন দু’পায়ে হাঁটতে পারে। যার একটা হাত, সে যেন দু’হাতে কাজ করতে পারে— এই ভাবনাই আমাদের। নানারকম আইডিয়া ও পরিকল্পনা চলছে, এগুলো বাস্তবায়িত করতে সময় ও টাকার প্রয়োজন।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে রাজ্যে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করছেন চিকিৎসক মহল। তাঁদের মতে, রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এসএসকেএম হাসপাতালেই এই অর্গ্যান ব্যাঙ্ক তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে মেডিক্যাল কলেজ, এনআরএস ও অন্যান্য সরকারি হাসপাতালেও এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অঙ্গ সংরক্ষণ ও প্রতিস্থাপনের ব্যবস্থা চালু হলে জরুরি পরিস্থিতিতে বহু রোগীর দ্রুত জীবনরক্ষা করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই, অঙ্গদানকে সমাজে আরও উৎসাহিত করা হোক। এই ব্যাঙ্কগুলো গড়ে উঠলে অনেকের জীবনে নতুন আশার আলো আসবে। অঙ্গ প্রতিস্থাপনে প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও সঠিক অবকাঠামোর সমন্বয়ে গড়ে উঠতে চলেছে এই প্রকল্প— যা ভবিষ্যতে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক ও মানবিক করে তুলবে বলে আশা প্রশাসনের।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…