কর্মদক্ষতা প্রশংসনীয়! শীর্ষ ৪ পুলিশ আধিকারিককে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক সম্মান

Must read

প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য এবার রাজ্য পুলিশের (West Bengal Police) ৪ শীর্ষ আধিকারিককে মুখ্যমন্ত্রীর পুলিশ পদকে সম্মানিত করা হবে। প্রতিবছরই স্বাধীনতা দিবসে পুলিশ পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। এবছর এই পুরস্কার পাচ্ছেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, ডিআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, ডিসি নর্থ ইন্দিরা মুখোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রীর দফতরে ওএসডি দায়িত্বপ্রাপ্ত দেবজ্যোতি দাস। আগামী ১৫ আগস্ট রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। শুক্রবার নবান্নের তরফে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন- মেয়েদের বিয়ের নূন্যতম বয়স হোক ৯ বছর! বিতর্কিত প্রস্তাবের জেরে ইরাকে প্রতিবাদ

প্রতি বছরের মত স্বাধীনতা দিবসে এবার রেড রোডে বর্ণময় কুচকাওয়াজের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর স্কুলের পড়ুয়াদের কুচকাওয়াজে সামিল হবেন। এছাড়া এবারই প্রথম রাজ্য সরকারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সামিল হবেন চা বাগানের শ্রমিকরা। আলিপুরদুয়ার, জলপাইগুড়িও দার্জিলিংয়ের অন্তত ৫০টি বাগানের ১০০জন কর্মী এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Latest article