আজ যখন বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, সেই সময় দ্বিজেন্দ্রলালের রচনাগুলি আরও বেশি প্রাসঙ্গিক। বিখ্যাত কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিজেন্দ্রলাল রায়ের তথা ডিএল রায়ের (Dwijendralal Ray) গান, কবিতা সেই সময় স্বাধীনতা সংগ্রাম ও দেশপ্রেমের উদ্বুদ্ধ।
এখন যখন দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপর আক্রমণ হেনস্থা খবর পাওয়া যাচ্ছে, তখন ডিএল রায়ের (Dwijendralal Ray) কথা উল্লেখ করেন মমতা। শনিবার, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রখ্যাত দেশপ্রেমিক কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীতে আমরা তাঁর সৃষ্টির কথা স্মরণ করি এবং বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।”
আরও পড়ুন- বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদ! কৈলাসের নেতৃত্বে গর্জে উঠলেন বালিবাসী
এর পরেই ভিনরাজ্যে বাংলাভাষীদের বিরুদ্ধে আক্রমণ প্রসঙ্গ মুখ্যমন্ত্রী লেখেন:
“আজ যখন সারা দেশে বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চোখে পড়ছে, সেই প্রেক্ষিতে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীর এই শুভদিনে তাঁর রচনাগুলিকে স্মরণ করার প্রয়োজন আরও জোরালভাবে অনুভূত হচ্ছে।”
মুখ্যমন্ত্রীর কথায়, দ্বিজেন্দ্রলালের লেখা অসংখ্য দেশাত্মবোধক গান ও নাটক ভবিষ্যতেও অনুপ্রেরণার দেবে। মমতা জানান:
“আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন এই মহান কবির সম্মানে আমি ‘ধনধান্য এক্সপ্রেস’-এর সূচনা করি, যে ট্রেন আজও কৃষ্ণনগর – কবির জন্মস্থান থেকে যায়। আমরা তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে কলকাতার আলিপুরে নির্মিত একটি অতিপ্রযুক্তি অডিটোরিয়ামের নাম রেখেছি ‘ধনধান্য অডিটোরিয়াম’ এবং আলিপুর সেতুর নাম দিয়েছি ‘ধনধান্য সেতু’।”