মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকাকেই অগ্রাধিকার দিতে হবে : সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন : উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকাকে অগ্রাধিকার দিতে হবে। সেক্ষেত্র যে ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও বাকি আছে সেই সব ক’টিতে নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে আচার্য (রাজ্যপাল) আলোচনা করে নিতে পারেন বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্দেশ দেয়। আগেই ১৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে বলে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে (Supreme Court)।

আরও পড়ুন-রাজনীতিতে না পেরে বাঙালি-হেনস্থা হাওড়ায় বিজেপিকে দুষলেন ঋতব্রত

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের মধ্যে সংঘাতের মধ্যেই মামলা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। এরপর ২০২৪-এ প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে সার্চ ও সিলেকশন কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে জানিয়ে দেয় প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বাধীন কমিটির উপাচার্যদের নামের তালিকা তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। কিন্তু রাজ্যপাল ফের সুপ্রিম কোর্টে আবেদন জানান, তালিকা নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এরপরেই সার্চ কমিটির কাছে রিপোর্ট চায় সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে কমিটির দেওয়া রিপোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচীর হাতে এসে পৌঁছয় বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানান তাঁরা। পর্যবেক্ষণে সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে, আচার্য নিয়োগের সমস্যা থাকলেও তেমন গুরুতর নয়। দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সামান্য সমস্যা রয়েছে। বাকি উপাচার্যদের নিয়োগ মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই করা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ।

Latest article