তৃণমূল কংগ্রেসের (Trinamool congress) মুখপত্র ‘জাগো বাংলা’ পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার একইসঙ্গে ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পুজোর গানের নতুন অ্যালবাম, ‘দুর্গা অঙ্গন’ প্রকাশিত হল।
দিঘায় জগন্নাথ ধামের পর রাজ্য সরকার নিউটাউনে একটি দুর্গা মন্দির করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তার নাম ‘দুর্গা অঙ্গন’ রেখেছেন। গানের অ্যালবামটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, ঐতিহ্য, তৃষা পাড়ুই, বাবুল সুপ্রিয়, জীৎ এবং ইন্দ্রনীল সেন মিলে মোট ১৬টি গান গেয়েছেন। দুর্গা অঙ্গন’ অ্যালবামটির ইউটিউবেও রয়েছে। ২ দিনের মধ্যে ১৬ টি গান লিখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেকর্ডিং করতে সময় লেগেছে ১৫ দিন।
আরও পড়ুন-উলুবেড়িয়ায় মায়ের সঙ্গে গঙ্গায় এসে তলিয়ে গেল নাবালিকা
আজ গান গেয়েছেন
শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়- শরত আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে
রূপঙ্কর বাগচী- মন দিয়া, সুর দিয়া
ইমন চক্রবর্তী – ছোট্ট বাগান
ঐতিহ্য – কথায় কথায় ভেসে যাই
মনোময় ভট্টাচার্য – দেশের সেরা বাংলা
তৃষা পাড়ুই- আমার আঁখির উচ্ছ্বাসে
বাবুল সুপ্রিয় – শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে
নচিকেতা চক্রবর্তী – যখন তোমার ভাঙবে ঘুম
ইন্দ্রনীল সেন- ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে, ২৭ এপ্রিল দিঘায় বসে লিখেছিলেন
ইন্দ্রনীল সেন- ওঠো বজ্র কণ্ঠে
রাঘব চট্টোপাধ্যায় আজ অনুষ্ঠানে উপস্থিত না থাকায় কারণে তাঁর গানটি চালানো হয়েছিল। গানটি হল আসল মানুষ।
শুক্রবার সিঙ্গাপুরে একটি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন গায়ক জুবিন গর্গ। খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সেই কারণে আজ এই অনুষ্ঠানের শেষে জুবিনের প্রয়াণে নীরবতা পালন করা হয়েছে।