মহারাষ্ট্রে ভোট প্রচারে ‘মিথ্যে’ প্রতিশ্রুতি নিয়ে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘লক্ষ্মীরভাণ্ডার’-এর ধাঁচে মহারাষ্ট্রে কয়েক মাস আগে ‘লাডকি বহিন’ প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার।

Must read

বাংলাতেই (West Bengal) শুধুমাত্র প্রতি মাসে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়। ভোট প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মহারাষ্ট্রে। সোমবার বাগডোগরা পৌঁছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানান অন্যান্য রাজ্যে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়, টাকা মেলে না!

পাহাড় সফরে এদিন বেলা দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সেখানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে মমতা বলেন, “অন্য কোনও রাজ্যের বিষয়ে কোনও টিপ্পনি কাটতে চাই না। নির্বাচনের আগে এ রকম মন্তব্য করা উচিতও নয়। তবে নিশ্চয়ই চাইব, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিন।“

আরও পড়ুন-উপনির্বাচনে ৬ কেন্দ্রেই তৃণমূলকে ভোট দিন: মমতা বন্দ্যোপাধ্যায়

পরে সাড়ে তিনটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ফের সাংবাদিকরা মহারাষ্ট্রের লক্ষ্মীর ভাণ্ডার চালুর বিষয়ে জানতে চাইলে মমতা কটাক্ষ করে বলেন, “ওটা মিথ্যে! আমি ওটা খুঁজে বার করেছি। কেন মিথ্যে বলছেন আপনারা? রাজ্য সরকার তো তফশিলি জাতি উপজাতির মহিলাদের ১২০০ টাকা দেয়।“

‘লক্ষ্মীরভাণ্ডার’-এর ধাঁচে মহারাষ্ট্রে কয়েক মাস আগে ‘লাডকি বহিন’ প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার। এতে মহিলাদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ভোট প্রচারে কোলাপুরে বিজেপির জোটের সভায় শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ২১০০ টাকা করা হবে। এরপরেই মুম্বইয়ে প্রচারে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচার মঞ্চ থেকে রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরের প্রতিশ্রুতি তাঁরা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করবেন। সেখানে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী কথায়, মহারাষ্ট্র ২ মাস টাকা দেওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে। বাংলার মতো পারিবারিক সুরক্ষা প্রকল্প কোথাও চালু নেই। ভারতের অন্য কোনও রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না- দাবি মমতার।

আরও পড়ুন-দেশের ৫১তম প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না, ব্যবহার করবেন না বরাদ্দ বাংলো

চারদিনের সফরে পাহাড়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা। পাহাড়বাসীর ঢল নেমেছিল বিমানবন্দর চত্বরে। বাগডোগরা থেকে সড়কপথে কার্শিয়াংয়ের রিচমন্ড হিলের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

Latest article