আজ থেকে কলকাতা শহর জুড়ে শুরু হচ্ছে বড়দিনের উৎসব (Christmas Festival)। ডিসেম্বরের শীতের মরশুমে আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট (Park Street)। আজ সেই উৎসব উদ্বোধন করতে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে (Allen Park) যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানান অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভাল আজ, ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে প্রতি বছর অ্যালেন পার্কে বড়দিনের উৎসব আয়োজিত হয়। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরণের অ্যাংলো-ইন্ডিয়ান খাবার এবং বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে বিল্ডিংয়ে ভেঙে পড়ল বিমান
১৯শে ডিসেম্বর থেকে ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হলেও ২০ ডিসেম্বর থাকছে শিল্পী রেমো ফার্নান্ডেজের গানের অনুষ্ঠান। খ্রিস্টান সম্প্রদায় ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতার অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর আয়োজন করবে। ২৪ এবং ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬শে ডিসেম্বর কলকাতা পুলিশ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের উদ্যোগে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হবে ।
আরও পড়ুন-কুলগামে সেনার গুলিতে নিহত ৫ জঙ্গি, আহত ২ জওয়ান
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”ক্রিসমাস মানে ভালোবাসা, আনন্দ, শান্তি, একতা। ঈশ্বরের কাছে প্রার্থনা। আমিও প্রার্থনা করি।” এরপরই বড়দিন উপলক্ষ্যে তিনি তাঁর নতুন গানের কথা উল্লেখ করে বলেন, ”প্রত্যেক উৎসবেই গান লিখি। তাই বড়দিনেও শান্তির জন্য গান লিখেছি। ছোট্ট করে একটা করেছি। সময় কম পেয়েছি। হাঁটতে হাঁটতেই পরশুদিন গান লিখে দিয়েছি। শ্রীরাধাকে দিয়ে একদিনের মধ্য়ে সুর করিয়েছে।” ইন্দ্রনীল সেন গান প্রসঙ্গে বলেন, ”৩৬ ঘণ্টা আগে ফোন করে তিনি( মমতা বন্দ্যোপাধ্য়ায়) জানালেন। সকাল পর্যন্ত তিনি বলছিলেন নানা সংশোধনের কথা।”
আরও পড়ুন-আম্বেদকরকে অবমাননা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াইকে কুর্নিশ বাবাসাহেবের নাতির
এরপর শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গানটি গাওয়ার পর আপ্লুত হয়ে পড়েন সকলে। একযোগে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর লেখা ও সুর-করা ক্রিসমাসের এই গান সকলের ভাল লেগেছে। এরপর ইন্দ্রনীল সেন আরও দুটি গান গেয়ে শোনান, গলা মেলান মুখ্যমন্ত্রী নিজেও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, কৃষ্ণা চক্রবর্তী, মালা রায়, ফিরহাদ হাকিম-সহ অন্যরাও।