ইউকের সঙ্গে ভারতের সম্পর্ক বহুদিনর
এখানে আসতে পেরে আমি সম্মানিত এবং গর্বিত
আমাদের পড়ুয়ারা অত্যন্ত মেধাবী
বাংলায় সব ভাষাভাষীর মানুষ থাকেন
শুধু বাঙালি নয় বাংলায় অন্যান্য রাজ্যের লোকেরাও ব্যবসা-বাণিজ্যর কাজে থাকেন
বাংলার ১১ কোটি মানুষের মধ্যে ৩৩ শতাংশ সংখ্যালঘু
আমরা বাংলায় কন্যাশ্রী চালু করেছি
আমাদের হাসপাতালে প্রসবের আর ৯৯ শতাংশ
আমাদের রাজ্যে চাল-গম এইসব বিনামূল্যে দেওয়া হয়
স্বাস্থ্য পরিষেবায় হাসপাতালগুলি বিনামূল্যে ওষুধ দেয়
কন্যাশ্রী পুরস্কৃত হয়েছে বিশ্বে, সারা দেশ সেটাকে অনুসরণ করে
নারীর ক্ষমতায়নের জন্য আমরা লক্ষীর ভান্ডার চালু করেছি
৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা দেওয়া হয়
আমরা বিনামূল্যে বাড়ি দিই
১৯ লক্ষ কোটি টাকার শিল্পের প্রস্তাব এসছে, শিল্পের তার মধ্যে ১৪ লক্ষ কোটি ইতিমধ্যে শুরু হয়েছে
অক্সফোর্ডের একটা ক্যাম্পাস কলকাতায় স্থাপন করুন
আমি সরকারের থেকে একটাকাও নিই না, আমার বই রয়ালটি এবং ছবি আঁকা থেকে রোজগার করি
আমি মানুষের সামনে ছাড়া আর কারও সামনে মাথা নত করি না
একনজরে অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ
