মুখ্যমন্ত্রীর শ্রমিক কল্যাণ প্রকল্প দেশে নজির, পরিবহন কর্মীদের সম্মেলনে তৃণমূল নেতা

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে সব কল্যাণমূলক প্রকল্প নিয়েছেন, তা সারা দেশে নজির।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে সব কল্যাণমূলক প্রকল্প নিয়েছেন, তা সারা দেশে নজির। পুরুলিয়া জেলা বাস ওয়ার্কার্স ইউনিয়নের তৃতীয় জেলা সম্মেলনের মঞ্চে একথা বললেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক। রবিবার বলরামপুরের এক লজে সম্মেলন থেকে তিনি বলেন, বাম জমানায় যেভাবে অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য হতেন পরিবহন শ্রমিকরা, এখন তা নেই। মুখ্যমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনায় পরিবহন শ্রমিকরা সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এসেছেন।

আরও পড়ুন-জালিয়াতি, ধৃত বিজেপি নেতা

আইএনটিটিইউসির পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, পরিবহন শ্রমিকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে রাজ্যের। শ্রমিকরা যেমন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এসেছেন, তেমনই পাচ্ছেন চিকিৎসা ও হিমার সুবিধা। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, পরিবহন শ্রমিকদের কথামতো শহরের বাসস্ট্যান্ডে বিশ্রামাগারে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে।একটি পৃথক বিশ্রামকক্ষ নির্মাণের চেষ্টাও হচ্ছে। জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি বলেন, পরিবহন শ্রমিকদের অধিকাংশই সংখ্যালঘু।কিন্তু তাঁরা সামাজিক সুরক্ষা প্রকল্পের বিষয়টি ভাল জানতেন না। এখন বিষয়টি বোঝায় সকলেই সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ পাচ্ছেন। রবিবার এই সম্মেলনে প্রায় ১ হাজার পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন। ছিলেন দলের বলরামপুর ব্লক সভাপতি গৌতম মাহাত, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার, জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম প্রমুখ। এই সম্মেলনে উপস্থিত বাসকর্মীদের উদ্দীপনা ছিল তুঙ্গে। তাঁরা নেতাদের বক্তব্যে করতালি দিয়ে সমর্থন জানান।

Latest article