বিশ্বজিৎ চক্রবর্তী আলিপুরদুয়ার: শীত জাঁকিয়ে পড়েছে আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার ছিল শীতলতম দিন। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা জেলা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) দু’দিন জেলা জুড়ে একাধিক কর্মসূচি পালন করছন। বৃহস্পতিবার সুভাষিণী চা- বাগানের মাঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসা মানুষ ঠান্ডায় জবুথবু হয়ে বসেছিলেন। দুপুর ১২টার কিছু আগে মুখ্যমন্ত্রী মঞ্চে প্রবেশ করতেই উন্মাদনায় নড়েচড়ে বসেন উপস্থিত জনগণ। এরপর সকলকে অবাক করে দিয়ে, মঞ্চ থেকে নেমে সোজা জনগণের মাঝে চলে যান মুখ্যমন্ত্রী। তাঁকে একেবারে সামনে পেয়ে সাধারণ মানুষ আপ্লুত। এই প্রবল শীতেও উষ্ণতা ছড়ায় মুখ্যমন্ত্রীর জনতার মাঝে আগমন। সকলেই মুখ্যমন্ত্রীকে একবার ছুঁতে উৎসুক হয়ে ওঠেন। পেছনের দিকে থাকা মানুষদের অভিবাদন জানাতে বাঁশের ব্যারিকেডের ওপর উঠে হাত নাড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে দেখে অনেকেরই ঘোর কাটছিল না। মুখ্যমন্ত্রী মঞ্চের সামনে পুরো জায়গা ঘুরে ঘুরে অনেকের সঙ্গেই কথা বলেন। চা-বাগানের মহিলা, কন্যাশ্রীদের নানান কথা জিজ্ঞেস করেন তিনি। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন উপস্থিত সকলেই।
আরও পড়ুন- সমবায়ে শূন্য বিজেপি, নিরঙ্কুশ জয়ী তৃণমূল