শুধু দেব কিংবা ঋতুপর্ণা নন বঙ্গসম্মান পাচ্ছেন এবার তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ বাদক দেবজ্যোতি বসু, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। ‘বঙ্গভূষণ’ সম্মান পাচ্ছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদও। অর্মত্য সেন, কৌশিক বসু এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই তালিকায় রয়েছেন। একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অমর্ত্য সেন। রাজ্য সরকারের কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন কৌশিক বসু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য রাজ্য সরকারের তরফে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে। এছাড়াও কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবকে বাংলার ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ দেওয়া হবে।
আরও পড়ুন-দেশের সম্পদ বিক্রি করে ঋণ মেটাতে চায় পাকিস্তান
কিন্তু প্রথম থেকেই শোনা যাচ্ছিল অমর্ত্য সেন পুরস্কার নিতে অস্বীকার করেছেন। এই নিয়েই আজ অনুষ্ঠানের শুরুতেই রাজ্যের তরফে ভ্রান্ত ধারণার অবসান ঘটালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী। এদিন তিনি বলেন, ‘নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের বঙ্গবিভূষণ নিয়ে কিছু সংবাদমাধ্যমে ভুল খবর পরিবেশনা করা হয়েছে। আমরা রাজ্য সরকারের তরফে পরিস্কার করে দিতে চাই যে, গত ১৪ জুলাই আমরা অধ্যাপক সেনের সঙ্গে যোগাযোগ করি। তখন তিনি শান্তিনিকেতনে ছিলেন। কোভিডে আক্রান্ত ছিলেন। তাঁর সঙ্গে দুবার যোগাযোগ করা হয়। তাঁর কন্যার সঙ্গেও আমাদের কথা হয়েছে। অমর্ত্য সেন বিনয়ের সঙ্গে আমাদের জানান, তিনি ২৫ জুলাই বিদেশে থাকবেন। শরীরও ঠিক নেই। তাই এই পুরস্কার অন্য কাউকে দেওয়া হোক।’