বাংলার অগ্রগতি তুলে ধরলেন মুখ্যসচিব

পাশাপাশি, আসন্ন জি-২০ সম্মেলনে রাজ্যগুলির ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পশ্চিমবঙ্গ।

Must read

সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে নয়াদিল্লিতে দু’দিনের জাতীয় সম্মেলন— ন্যাশনাল কনফারেন্স অব চিফ সেক্রেটারিজ আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ওই সম্মেলনে অংশ নেন। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যসচিবদের সম্মেলনে যোগ দেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পরিকাঠামো উন্নয়ন, নারী কল্যাণ, শিশুদের পুষ্টিগত খাবার সহ বিভিন্ন ইস্যু নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। এই সমস্ত বিষয়ে রাজ্যের অগ্রগতি মুখ্যসচিব বৈঠকে তুলে ধরেছেন।

আরও পড়ুন-খেজুরির কর্মিসভায় ঐক্যের বার্তা তৃণমূলের

পাশাপাশি, আসন্ন জি-২০ সম্মেলনে রাজ্যগুলির ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পশ্চিমবঙ্গ। সে ব্যাপারে প্রস্তুতির কথা মুখ্যসচিব বৈঠকে তুলে ধরেছেন। প্রসঙ্গত, গত বছর জুন মাসে ধর্মশালায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম ন্যাশনাল কনফারেন্স অব চিফ সেক্রেটারিজ। সেখানেই কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে এগ্রিস্ট্যাক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কৃষিজমি, কোন জমিতে কী ধরনের শস্য উৎপাদন হয়, এবং প্রতিটি কৃষকের তথ্য একটি পোর্টালে তোলা হবে। একই সঙ্গে প্রতিটি তথ্যকে একে অপরের সঙ্গে সংযোজন করা হবে। এই কাজের জন্য প্রথমে ১৫টি রাজ্যকে বেছে নিয়েছে কেন্দ্র, যার মধ্যে বাংলাও রয়েছে। রাজ্যের উন্নয়নের ধারাবাহিকতার চিত্র এদিন বিশেষভাবে তুলে ধরা হয় মুখ্যসচিবদের জাতীয় সম্মেলনে। মতবিনিময় হয় আগামীর পরিকল্পনা নিয়েও।

Latest article