প্রতিবেদন : রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আরেক দফা বৈঠকে বসছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ পন্থের পৌরহিত্যে শনিবার স্বরাষ্ট্র, স্বাস্থ্যসহ ১২টি দফতরের সচিব নবান্নের ওই বৈঠকে উপস্থিত থাকবেন। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক-সহ পদস্থ কর্তাদের ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দফতরের অধীনে থাকা প্রকল্পগুলোর কাজ কতদূর এগিয়েছে, তার অগ্রগতি সময় অনুপাতে হচ্ছে কি না, ওই বৈঠকে মূলত তা পর্যালোচনা করে দেখা হবে। কাজ কতদূর এগিয়েছে, তার হাল হকিকত জানবেন মুখ্যসচিব।
আরও পড়ুন-চশমার বিলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা
এর পাশাপাশি আসন্ন বর্ষার মরশুমে বন্যার মতো সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হবে। সেকারণে বিদ্যুৎ, জনস্বাস্থ্য ও কারিগরি, বিপর্যয় মোকাবিলা, সেচ, পঞ্চায়েত, নগরোন্নয়ন-সহ ১২টি দফতরের বিশেষ সচিব ও অন্যান্য আধিকারিকদের পাশাপাশি সমস্ত জেলা শাসক এবং অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যসচিব। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, প্রকল্পের কাজ সম্পর্কিত বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি জাল ওষুধ সম্পর্কিত বিষয় আলোচনা হবে। উঠে আসতে পারে মুর্শিদাবাদ প্রসঙ্গও।