ডিএম-দের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরে যাদের বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে ফের বাড়ি করে দেওয়ার নির্দেশ দিল নবান্ন

Must read

প্রতিবেদন : প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরে যাদের বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে ফের বাড়ি করে দেওয়ার নির্দেশ দিল নবান্ন (Nabanna)। শুক্রবার উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।

আরও পড়ুন-অযোধ্যায় বিস্ফোরণে ধূলিসাৎ বাড়ি, নিহত ৫

সোমবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে। তার আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। কতো বাড়ি ভেঙেছে তার প্রাথমিক সমীক্ষা করছে প্রশাসন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির করে এব্যাপারে তথ্য নেওয়া হবে। দ্রুত টেন্ডার ডেকে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। ধস ও বন্যায় যাদের প্রয়োজনীয় নথি ভেসে গিয়েছে তা দ্রুত তৈরি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাস্তা-সেতুর কাজ দ্রুততার সঙ্গে করতে বলা হয়েছে। প্রবল বর্ষণ এবং নদীর জলস্রোতের জেরে যে সব সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর দ্রুততার সঙ্গে পরবর্তী পদক্ষেপ করা হবে।

Latest article