প্রতিবেদন : এবার রায়ত পরিবারের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিলেন রায়তদের জমির বিষয়টি ক্যাবিনেটে নিয়ে এসে পাশ করে দেওয়ার জন্য। ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী (mamata banerjee) বলেন, ডিএম, সিএসকে বলব এখানে অনেকে আছে রায়ত পরিবারের। ওদের পাট্টা দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু ওরা পাট্টা চায় না, ওরা রায়ত সম্মান চাই।। তাহলে আমার কী অসুবিধা! যে রায়তরা জমি চাইছে তাদের প্রসেস করে জমি দিয়ে দেওয়া হোক। আর ল্যান্ড থেকে চিফ সেক্রেটারিকে বলব এটা ক্যাবিনেটে নিয়ে এসে করে দেওয়ার জন্য।