‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের

Must read

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (amader para amader samadhan) কর্মসূচিকে আরও ফলপ্রসূ করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার, সকালে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই জেলা প্রশাসনকে একগুচ্ছ দিকনির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর জেলা সফরে যাওয়ার আগে প্লাবিত এলাকাগুলিতে নজরদারি বৃদ্ধি, প্রাণ সামগ্রী মজুদ ও বিলি সম্পর্কেও তিনি একাধিক নির্দেশ দিয়েছেন বলেনবান্ন সূত্রে খবর।

এদিন মুখ্যসচিব নির্দেশ দেন,
প্রচারে কোনও ঘাটতি রাখা চলবে না।
মানুষকে জানাতে হবে, কোথায়, কবে, কখন শিবির বসছে। যাতে এলাকার বাসিন্দারা সময়মতো পৌঁছে প্রকল্পের সুবিধা নিতে পারেন।
একইসঙ্গে ক্যাম্প চলাকালীন দায়িত্বপ্রাপ্ত পদস্থ আধিকারিকদের সশরীরে শিবিরে উপস্থিত থাকতে হবে।
দুর্গম বা অচেনা জায়গা এড়িয়ে, যেন সহজে পৌঁছানো যায় এমন এলাকাকেই শিবির আয়োজনের জন্য বেছে নিতে বলা হয়েছে।

আরও পড়ুন- আরামবাগে মুখ্যমন্ত্রী, ত্রাণ শিবিরে দুর্গতদের খাবার পরিবেশন করলেন

গত শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (amader para amader samadhan) কর্মসূচি। প্রথম দফায় রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৬৩২টি শিবির আয়োজিত হয়েছে। বুথপিছু বরাদ্দ ১০ লক্ষ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা সহ ৩৭টি সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মিলছে এই শিবির থেকেই। মুখ্যমন্ত্রীর অন্যতম মুখ্য জনসংযোগ প্রকল্প হিসেবে ইতিমধ্যেই এই উদ্যোগ রাজ্যবাসীর মধ্যে আগ্রহ তৈরি করেছে।

এদিনই আরামবাগ খানাকুল ও ঘাটালের প্লাবিত এলাকায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে প্লাবন পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। প্লাবিত এলাকাগুলিতে নজরদারি বৃদ্ধি, প্রাণ সামগ্রী মজুদ ও বিলি সম্পর্কে তিনি একাধিক নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

Latest article