বেআইনি বালি-পাথর খাদান বন্ধের নির্দেশ মুখ্যসচিবের

ফলে নদীর উপর থাকা সেতুর পিলারও কমজোরি হয়ে পড়ছে। সেতুর আয়ু কমে যাচ্ছে। এই সব ক্ষতি ঠেকাতে কড়া ব্যবস্থা নিতে চান মুখ্যসচিব।

Must read

প্রতিবেদন : ‌সব বেআইনি বালি ও পাথর খাদান অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার সব জেলাশাসক ও পুলিশ সুপারকে এই নির্দেশ দেন মুখ্যসচিব। নদী থেকে বেআইনিভাবে বালি তোলার ফলে বাঁধের ক্ষতি হচ্ছে। ফলে নদীর উপর থাকা সেতুর পিলারও কমজোরি হয়ে পড়ছে। সেতুর আয়ু কমে যাচ্ছে। এই সব ক্ষতি ঠেকাতে কড়া ব্যবস্থা নিতে চান মুখ্যসচিব। তা ছাড়া, বেআইনিভাবে তোলা এই বালি লরি বোঝাই করে রাতের অন্ধকারে লুকিয়ে গ্রামীণ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে ওই রাস্তাগুলির ক্ষতি হচ্ছে। রাজস্বেরও ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসে শৃঙ্খলায় জোর, সঙ্গে আরও গুচ্ছ কর্মসূচি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার বেআইনি বালি খাদান বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকেও তিনি বলেন, বেআইনি বালি খাদান বন্ধ করতে হবে। যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশমতোই এদিন মুখ্যসচিব জেলা প্রশাসনকে কড়া বার্তা দিলেন। শুধু তাই নয়, কী ব্যবস্থা নেওয়া হল, কতটা কাজ হয়েছে তা ৭ দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে।

Latest article