প্রতিবেদন : সোমবার লোকসভার চিফ হুইপ (chief whip) পদ থেকে ইস্তফা দিয়ে বেশ কিছু অভিমানের কথা শুনিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর ইস্তফা গ্রহণ করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় লোকসভায় দলের চিফ হুইপের দায়িত্ব সামলাবেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে, লোকসভায় দলের ডেপুটি লিডার হয়েছেন চারবারের সাংসদ শতাব্দী রায়। উল্লেখ্য, গতকাল নেত্রী ভার্চুয়াল বৈঠকে জানান, যেহেতু সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই যতদিন না তিনি সুস্থ হচ্ছেন, সমন্বয় রাখতে লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।