নিহতের বাড়িতে শিশুসুরক্ষা দল

এদিন প্রসূন ভৌমিকের সঙ্গে দীপের বাড়িতে যান দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে এবং বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজাও।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : এ কে গোপালন কলোনি এলাকার খুন হওয়া বালক দীপের পরিবারের সঙ্গে দেখা করে কথা বললেন কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-(commsion for protection of child rights)এর সদস্য প্রসূন ভৌমিক। মঙ্গলবার বিকেলে প্রসূন ভৌমিক প্রথমে বালুরঘাটের এ কে গোপালন কলোনি এলাকায় দীপের বাড়িতে গিয়ে দীপের ঠাকুরমা সহ প্রতিবেশীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘুরে দেখেন বস্তাবন্দি অবস্থায় দীপের মৃতদেহ উদ্ধারস্থলও।

আরও পড়ুন-আয় বাড়াতে নয়া পথ বেভকো-রিটেল শপ

খোঁজ নেন এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কেও। এদিন প্রসূন ভৌমিকের সঙ্গে দীপের বাড়িতে যান দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে এবং বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজাও। এরপর বালুরঘাটের সার্কিট হাউসে এদিন সাংবাদিক বৈঠক করেন প্রসূন ভৌমিক।

Latest article