ছোটবেলার স্কুলে কমিটি-সভাপতি, ছেলেমেয়েকে স্কুলে ভর্তি গায়ক অরিজিতের 

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : বলিউডের সংগীত জগতের এক উজ্জ্বল তারকা অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জেরই ছেলে। বিপুল খ্যাতি সত্ত্বেও নিজের জন্মস্থানকে ভোলেননি অরিজিৎ। তারই প্রমাণ হিসাবে বুধবার আনুষ্ঠানিকভাবে রাজা বিজয় সিং বিদ্যামন্দির স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তিনি। এই স্কুলেই অরিজিৎ (Arijit Singh) পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ২০০২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ‘কাশ্মীর মেঁ, তু কন্যাকুমারী’-খ্যাত এই গায়ক (Arijit Singh)। উল্লেখ্য, ইতিমধ্যেই বহরমপুরের কাছেই একটি বেসরকারি স্কুলে অরিজিৎ তাঁর ছেলেকে দ্বিতীয় শ্রেণিতে এবং মেয়েকে সপ্তম শ্রেণিতে ভর্তি করিয়েছেন।

আরও পড়ুন – অভিনয় এবং নাচের সঙ্গে কেটে গেল এতগুলো বছর

বলিউডের প্রথম সারির সমস্ত সুরকারের পছন্দের গায়ক অরিজিৎ এখনও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ভোটার। ২০২২-এর পুর নির্বাচনেও সস্ত্রীক ভোট দিয়েছেন। রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির স্কুলে এতদিন পরিচালন সমিতির সভাপতি না থাকার জন্য শিক্ষা দফতরের জিয়াগঞ্জ সার্কেলের এসআই মৌমিতা সাহা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। ৭ এপ্রিল রাজ্য শিক্ষা দফতর থেকে অরিজিৎকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রূপে নিযুক্ত করার চিঠি পাঠানো হয়। বুধবার প্রধানশিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য এবং প্রশাসক মৌমিতা সাহার উপস্থিতিতে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন অরিজিৎ সিং।

বহরমপুরের কাছে একটি স্কুলে নিজের ছেলেমেয়েকে ভর্তি করানো এবং জিয়াগঞ্জের স্কুলে পরিচালন সমিতির দায়িত্ব নেওয়ার পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, অরিজিৎ কি পাকাপাকিভাবে মুর্শিদাবাদে আসতে চলেছেন? এই প্রশ্নের উত্তর অরিজিৎ-এর কাছ থেকে পাওয়া যায়নি।

অন্যদিকে, অরিজিৎ-এর প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা। ফেসবুকের বিভিন্ন পেজ ভরে গেছে প্রশংসাতে। অনেকেই জানিয়েছেন, অরিজিৎ বরাবরই মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন। মুম্বইয়ের আন্ধেরির বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে সময় পেলেই জিয়াগঞ্জে বাবা-মায়ের কাছে ছুটে আসেন। অনেক কিছু শেখার রয়েছে অরিজিতের কাছ থেকে।

Latest article