তেহট্টে শিশু খুন শ্বাসরোধে, ধৃত ৪

নদিয়ার তেহট্টে নয় বছরের স্বর্ণাভ বিশ্বাসের দেহ উদ্ধারে শনিবার উত্তাল হয় নিশ্চিন্তপুর। খুনি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় অভিযুক্ত এক প্রতিবেশী দম্পতিকে

Must read

প্রতিবেদন : নদিয়ার তেহট্টে নয় বছরের স্বর্ণাভ বিশ্বাসের দেহ উদ্ধারে শনিবার উত্তাল হয় নিশ্চিন্তপুর। খুনি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় অভিযুক্ত এক প্রতিবেশী দম্পতিকে। ঘটনায় শিশু খুন ও দেহ লোপাটের পাশাপাশি গণপিটুনির তদন্তে তেহট্ট থানার পুলিশ। শনিবার দুটি ঘটনায় পুলিশ ছোট্টু মণ্ডল, সুপ্রিয়া ভৌমিক, কার্তিক মণ্ডল ও সুচিত্রা মণ্ডল নামে চারজনকে গ্রেফতার করেছে। গণপিটুনির বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। রবিবারই ধৃতদের আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়।

আরও পড়ুন-রাজস্থান থেকে দেশরাজের বাবাকে গ্রেফতার পুলিশের

শুক্রবার খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নিশ্চিন্তপুরের স্বর্ণাভ বিশ্বাস। পরদিন পাশের পুকুরে প্লাস্টিকে মোড়া দেহ উদ্ধার হতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা উৎপল মণ্ডলের বাড়িতে চড়াও হয়। মৃত্যু হয় উৎপল ও তাঁর স্ত্রী সোমার। রবিবারেও থমথমে নিশ্চিন্তপুর। পুলিশের টহলদারি জারি রয়েছে।

Latest article