সুস্থ হয়েই মুখ্যমন্ত্রীর কাছে ছবির আবদার ছোটদের

তিনি মুখ্যমন্ত্রী। ছাত্র-ছাত্রীরা তাঁর সন্তানসম। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে প্রচণ্ড গরম আর ডিহাইড্রেশনে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।

Must read

প্রতিবেদন : তিনি মুখ্যমন্ত্রী। ছাত্র-ছাত্রীরা তাঁর সন্তানসম। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে প্রচণ্ড গরম আর ডিহাইড্রেশনে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেন। চিকিৎসার খোঁজখবর নেন। ডাক্তারদের সঙ্গে কথা বলেন। সঙ্গে মিষ্টি নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে ছাত্রীদের খাইয়ে দেন। তাদের বুকে জড়িয়ে ধরেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত পড়ুয়ারাও। বাংলা কেন, এর আগে দেশের কোনও মুখ্যমন্ত্রীকে এই ভূমিকায় দেখেননি কেউই। শুক্রবার বিকেলে রাজভবনে রাজ্যপালের চা-চক্রে গিয়েও সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় এই পড়ুয়াদের কথা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। কয়েকজন পড়ুয়া গরমে এভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁর মন তখনও ব্যথিত। স্বস্তির খবর, সকলেই সুস্থ রয়েছে। যাদের ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে, তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থাও করে দেওয়া হয়।

আরও পড়ুন-ড্যামেজ কন্ট্রোলে ব্যর্থ চেষ্টা মোদির, তৃণমূলের তোপ

রেড রোডের কুচকাওয়াজে শুক্রবার ১৮-২০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, সকাল থেকে না খাওয়া, সেই সঙ্গে ডিহাইড্রেশনে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। বন্ধুদের অসুস্থ হতে দেখে অনেকের শরীর খারাপ লেগে গিয়েছিল। তবে অসুস্থরা যে ভাল আছে, তা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, ওরা এখন অনেকটাই ভাল আছে। একজন বাদে বাকি সবাই উঠে বসেছে। একজন একটু অসুস্থ রয়েছে। তবে খুব শীঘ্র সেও সুস্থ হয়ে যাবে। হাসপাতালের চিকিৎসকরা জানান, একজনের স্যালাইন চলছে। আপাতত সব পড়ুয়াই পর্যবেক্ষণে রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তাদের একে একে ছেড়ে দেওয়া হবে।

Latest article