সংবাদদাতা, আসানসোল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের উদ্যোগে প্রতিনিয়ত হচ্ছে উন্নয়ের কাজ। স্বাস্থ্যক্ষেত্রে গতি আনতে নেওয়া হচ্ছে একাধিক পরিকল্পনাও। জেলা হাসপাতালগুলিতেও আনা হচ্ছে একাধিক চিকিৎসা ব্যবস্থা। এবার আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) আরও একটি নতুন পালক সংযোজিত হল। এই প্রথম শিশুদের ডায়াবেটিস চিকিৎসা ইউনিট (টাইপ ওয়ান) চালু হল। বুধবার আসানসোল জেলা হাসপাতালে বিশেষ এই ইউনিটের সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল জেলা হাসপাতালের (Asansol District Hospital) সুপার ডাঃ নিখিলচন্দ্র দাস জানিয়েছেন টাইপ ওয়ান শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে মুলত যে-সমস্ত শিশু ইনসুলিনের উপর নির্ভরশীল তাদের চিকিৎসা এখানে করা হবে।
আরও পড়ুন- অসমে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! বাড়ছে ক্ষোভ

