Featured

প্রবন্ধে-গল্পে শিশুসাহিত্য

মান্য শিশুসাহিত্যিক এবং গবেষক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। লেখার পাশাপাশি সম্পাদনা করেন। প্রকাশিত হয়েছে বেশকিছু বই। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এবং ময়মনসিংহের রায়চৌধুরী পরিবার নিয়ে আগ্রহী। পুনশ্চ থেকে বেরিয়েছে তাঁর লেখা বই ‘সত্যজিৎ ও রায় পরিবারের শিশুসাহিত্যচর্চা’। আলোচনা করেছেন বিভিন্নজন ও নানা বিষয়ের উপর।
রায়চৌধুরী পরিবার প্রথম থেকেই শিশুসাহিত্যমুখী। অন্যদিকে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের লেখকরা মূলত সাবালকপাঠ্য সাহিত্য রচনা করেছেন। দুই পরিবারের মধ্যে এটাই মৌলিক পার্থক্য। ঠাকুর পরিবার এবং রায়চৌধুরী পরিবারের মধ্যে রচিত হয়েছিল নিবিড় সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সূত্রে। তাঁদের বন্ধুত্বের কথা অজানা নয়। সুকুমারের সঙ্গেও রবীন্দ্রনাথের অসমবয়সি বন্ধুত্ব ছিল। রবীন্দ্রনাথের আশীর্বাদ পেয়েছিলেন সত্যজিৎ। বিষয়গুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে আলোচ্য বইয়ের ‘তিন পুরুষের রবীন্দ্রনাথ’ প্রবন্ধে।

আরও পড়ুন-পন্থ-কাঁটা নিয়েই আজ মাঠে লখনউ, সামনে পাঞ্জাব কিংস

উপেন্দ্রকিশোরের আয়ুষ্কাল মাত্র বাহান্ন বছর। নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিলেন। তবু তিনি অনেকাংশে অনালোকিত। অনাবিষ্কৃত। জানা যায় ‘উপেন্দ্রকিশোর: এখনও অনালোকিত’ রচনাটি থেকে। আরও কয়েকটি উৎকৃষ্ট প্রবন্ধ রয়েছে উপেন্দ্রকিশোরকে নিয়ে।
কুলদারঞ্জন ছিলেন উপেন্দ্রকিশোরের অনুজ। অগ্রজের উৎসাহেই তাঁর সাহিত্যে হাতেখড়ি। ‘কুলদারঞ্জন ও তাঁর রবিন হুড’ প্রবন্ধে আলোচিত হয়েছেন তিনি।
সুকুমার রায়ের উপর আছে কয়েকটি রচনা। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ‘সুকুমারের ছড়া: বৈচিত্র্যে অনন্য’। তাঁর গল্প, নাটক, মণ্ডা ক্লাব নিয়েও আছে গুরুত্বপূর্ণ লেখা।
সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায়, সুবিমল রায়, নলিনী দাস, লীলা মজুমদার প্রমুখের সাহিত্যকীর্তির উপরেও আলোচনা করা হয়েছে। অবশ্যই আছেন সত্যজিৎ রায়। শঙ্কু-ফেলুদার স্রষ্টা ছড়াতেও স্বচ্ছন্দ। তাঁর অন্যান্য দিকের পাশাপাশি এই দিকটিও আলোকিত হয়েছে। পরিশিষ্ট অংশে রাখা হয়েছে ‘আমাদের বংশের পরিচয়’ শীর্ষক মুক্তিদারঞ্জন রায়ের একটি দুষ্প্রাপ্য লেখা। এছাড়াও আছে রায়চৌধুরী পরিবারের গ্রন্থপঞ্জি। সবমিলিয়ে ৩২০ পৃষ্ঠার অনবদ্য বই। বাংলা শিশুসাহিত্যের ইতিহাসে এক মহার্ঘ্য সংযোজন। প্রচ্ছদশিল্পী দেবব্রত ঘোষ। দাম ৩৯৫ টাকা।

কৈশোরে সাহিত্যে হাতেখড়ি হেমেন্দুশেখর জানা-র। বড়দের পাশাপাশি লিখে চলেছেন ছোটদের জন্য। প্রকাশিত হয়েছে বেশকিছু বই। ২০২২ সালে শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার-প্রদত্ত ‘উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার’ লাভ করেছেন। আমপাতা জামপাতা থেকে প্রকাশিত হয়েছে তাঁর ছোটদের গল্পের বই ‘আমাদের রাজকন্যা যত’। বইটা হাতে নিলেই মন ভাল হয়ে যায়। চমৎকার প্রচ্ছদ দিবাকর চন্দ-র। গল্পের সঙ্গেও রয়েছে ছবি। ৯২ পৃষ্ঠার বই। আছে দশটি গল্প। শুরুতেই দেখা হয়ে যায় ছোট্ট মেয়ে তুতুনের সঙ্গে। সে পড়াশোনা করে, আপনমনে খেলে, মায়ের পুজো করা দেখে। একদিন গভীর ঘুমে, স্বপ্নে, শিব ঠাকুরের মুখোমুখি হয়। এই নিয়েই লেখা ‘খেলা’, এক চমৎকার গল্প। ঝরঝরে ভাষা। হোঁচট খেতে হয় না কোথাও।
পরের গল্পটি আরও এক ছোট্ট মেয়ে, ইতুকে নিয়ে। সে দেখা পায় ‘জোনাকি-রাজকন্যা’র। এই গল্প সারা পৃথিবীতে আলো ছড়ানোর, আলো ছোঁয়ানোর, ভয় দূর করার গল্প। এককথায়, নির্ভেজাল বন্ধুত্বের গল্প।
‘খেলাঘর’ গল্পে আছে মুমু। তার ছোট্ট পুতুল বাড়ির সঙ্গে সংযোগ ঘটেছে জগৎ সংসারের। আলোকিত হচ্ছে পশ্চিমের বারান্দা। এই অফুরান আনন্দ থেকে বঞ্চিত বড়রা। তাই তো মুমুর বাবা মেয়ের খেলাঘরে আশ্রয় চান, খেলার অছিলায়। গল্পটি তখন আর ছোটদের থাকে না। হয়ে যায় সর্বজনীন। ব্যাপ্তি বিশাল।
পাশাপাশি ‘সানার বই’, ‘খেলা যখন’, ‘কবিতা’, ‘রু’, ‘সেই যে এক কন্যে’, ‘খুঁজে যখন পাই’, ‘টুকুর ছবি’ গল্পগুলো মনকে নিয়ে যায় অন্য জগতে। বন্ধুর মতো সঙ্গ দেয়। ভাবায়। জাগায়। ছড়ায় আলোর গুঁড়ো। দূর করে দেয় কালো। তাই তো সাদা পাতার সহজ-সরল গল্পগুলো অজান্তেই হয়ে ওঠে ছোটদের নিজেদের। দাম ২০০ টাকা। কচিকাঁচারা উপহার পেলে টিভির রিমোট সরিয়ে রাখবেই।

Jago Bangla

Share
Published by
Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

34 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

42 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago