ভারতের প্রস্তাব রুখতে একজোট চিন ও পাকিস্তান

যদিও ইসলামাবাদ এই দাবির সপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেনি। কূটনৈতিক মহলের মতে, পাকিস্তানকে চটাতে নারাজ চিন।

Must read

প্রতিবেদন : কুখ্যাত সন্ত্রাসবাদীর হয়ে একজোট চিন ও পাকিস্তান। মুম্বই হামলার হ্যান্ডলার সাজিজ মীরকে কালো তালিকাভুক্ত করতে সব ধরনের চেষ্টা চালিয়েছিল ভারত ও আমেরিকা। সেই চেষ্টা রুখতে দোসর হল বেজিং ও ইসলামাবাদ। কুখ্যাত জঙ্গি ও মুম্বই হামলার চক্রীর বিষয়ে ভারত ও আমেরিকার পক্ষ থেকে যৌথভাবে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ করা হয়। কিন্তু চিন সেই প্রস্তাবের বিপক্ষে ভেটো দেওয়ায় রাষ্ট্রসংঘ মীরকে কালো তালিকাভুক্ত করতে পারেনি। চার মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বেজিং এমন কাণ্ড করল। এই ঘটনায় ফের স্পষ্ট হল, পাকিস্তানের সঙ্গে চিনের ঘনিষ্ঠতা ও দু’দেশের ভারত বিরোধী মনোভাব।

আরও পড়ুন-ফের মুখ পুড়ল বিজেপির, দিলীপদের পাশে নেই গণেশন, পুলিশি তদন্তের উপর ভরসা রাজ্যপালের

কিছুদিন আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত ও আমেরিকা যৌথভাবে এক প্রস্তাব পেশ করে। ওই প্রস্তাবে বলা হয়েছিল জইশ নেতা মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আজহারকে কালো তালিকাভুক্ত করার হোক। চিন তখনও সেই প্রস্তাবে আপত্তি জানায়। বেজিং জানায়, টেকনিক্যাল কারণে তারা এই প্রস্তাবে সম্মতি দিতে পারছে না। জুন মাসে ভারত এবং আমেরিকা আবদুল রেহমান মাক্কিকে কালো তালিকভুক্ত করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করে। কিন্তু সেবারও চিনের প্রবল বাধায় কুখ্যাত ওই জঙ্গির নাম কালো তালিকাভুক্ত করতে পারেনি রাষ্ট্রসংঘ।

আরও পড়ুন-ডেঙ্গি : নোটিফায়েড ডিজিজ, সরকারি-বেসরকারি স্বাস্থ্য সমন্বয়ের উপর জোর রাজ্য সরকারের

মীরের বিষয়ে পাকিস্তানের দাবি, যে জঙ্গিকে কালো তালিকাভুক্ত করার জন্য ভারত এবং আমেরিকা উঠেপড়ে লেগেছে, সেই জঙ্গি জীবিত নেই। তবে পাকিস্তানের এই দাবি মানতে নারাজ বাইডেন প্রশাসন। তারা ইসলামাবাদের কাছে মীর জীবিত নেই এ ব্যাপারে প্রমাণ পেশের দাবি জানিয়েছে। যদিও ইসলামাবাদ এই দাবির সপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেনি। কূটনৈতিক মহলের মতে, পাকিস্তানকে চটাতে নারাজ চিন।

Latest article