প্রতিবেদন : করোনার আতঙ্ক এখনও কাটেনি। এরই মধ্যে ফের নতুন ভাইরাসের উৎপত্তি এবং কেন্দ্র সেই চিন! নাম ‘হিউম্যান মেটানিউমো’ ভাইরাস (Human metapneumovirus) তথা এইচএমপিভি। এই ভাইরাসে মূলত শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই ভয়ঙ্কর ভাইরাস সংক্রমণের খবর। যাতে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে। তবে কি ফের ভাইরাসের কবলে পড়বে বিশ্ব? উঠছে এমনই প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রকাশ্যে আসে খবর। চিনে ফের ভয়াবহ হয়েছে ভাইরাস-ঘটিত এক অসুখ। হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-এ কাবু হয়ে হাসপাতালে লাইন দিচ্ছেন হাজার হাজার মানুষ। ভাইরাল একটি ভিডিওর সঙ্গে দাবি করা হচ্ছে, এতে নাকি মৃত্যুও হচ্ছে অনেকের। চিনের হাসপাতালগুলিতে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-এর (Human metapneumovirus) সংক্রমণের ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিতে দাবি, চিনে একসঙ্গে একাধিক ভাইরাস সক্রিয় হয়ে উঠেছে। এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯-সহ নানারকম ভাইরাস শীতের মুখে দাপট দেখাচ্ছে।
কী কী উপসর্গ? এইচএমপিভির প্রধান উপসর্গই হল একটানা কাশি। সেই সঙ্গে ধুমজ্বর। আটকে যাচ্ছে নাক। সঙ্গে প্রচণ্ড গলাব্যথা। এই ভাইরাসও ফুসফুসে হানা দিয়ে শ্বাসকষ্টের সমস্যা ডেকে আনছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- চোখের জলে বিদায় বাবলাকে, শেষ শ্রদ্ধা ফিরহাদ-গৌতমদের