লাদাখে ভারতীয় মেষপালকদের হেনস্তা লালফৌজের

ফিরল ২০২০ সালের স্মৃতি। সেবার লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় মেষপালকদের আটকানোর অভিযোগ উঠেছিল লালফৌজের বিরুদ্ধে।

Must read

প্রতিবেদন : ফিরল ২০২০ সালের স্মৃতি। সেবার লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় মেষপালকদের আটকানোর অভিযোগ উঠেছিল লালফৌজের বিরুদ্ধে। তারপরই জুন মাসে গালওয়ানে ভারতীয় সেনার বিরুদ্ধে তীব্র আগ্রাসনের পথে হেঁটেছিল চিন। এবার ফের পূর্ব লাদাখে ভারতীয় মেষপালকদের নিগ্রহের অভিযোগ উঠল লাল ফৌজের বিরুদ্ধে।

আরও পড়ুন-বেঙ্গালুরু ঈদগাহ ময়দানে গণেশ চতুর্থী উদযাপন নিষিদ্ধ, রায় সুপ্রিম কোর্টের

বিষয়টিকে কেন্দ্র করে ফের সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। জানা গিয়েছে, ২১ অগাস্ট কয়েকজন ভারতীয় মেষপালক পূর্ব লাদাখের ডেমচকে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি গিয়েছিলেন। তবে তাঁরা ভারতীয় ভূখণ্ডের মধ্যেই ছিলেন। কিন্তু চিনের সেনা মেষপালকদের অবস্থান নিয়ে তীব্র আপত্তি জানায়। শুধু তাই নয়, ভারতীয় মেষপালকদের নিগ্রহও করে তারা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ফের ওই এলাকায় দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের মাঝামাঝি গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। সমস্যার সমাধানে দু’দেশের মধ্যে ইতিমধ্যেই ১৩ দফা আলোচনা হলেও মেলেনি সমাধানসূত্র।

Latest article