আধার-তথ্য চুরি চিনের

Must read

প্রতিবেদন : ১০০ কোটি ভারতীয়র আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়েছে চিনা হ্যাকাররা। এমনই ভয়ঙ্কর দাবি করছে মার্কিন সংস্থা। ফাঁস হয়ে গিয়েছে ১০০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য! দাবি রেকর্ডেড ফিউচার ইঙ্ক নামে একটি সাইবার সুরক্ষা সংস্থার। রেকর্ডের ফিউচার ইঙ্ক-এর দাবি, ইউআইডিএআই-এর ডেটা বেস থেকে ১০০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা।

আরও পড়ুন-কমলা-মোদি বৈঠক

ওই সংস্থা মনে করছে, কোনও সফটওয়্যারের সাহায্যে তথ্যগুলি হাতিয়েছে হ্যাকাররা। ভারতের একশো কোটির বেশি মানুষের আধার তথ্য রক্ষণাবেক্ষণ করে ইউআইডিএআই। তাদের দাবি, গত জুন অথবা জুলাই মাসে তাদের ডেটা বেসে হানা দেয় হ্যাকাররা। যদিও এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে সরকারি সংস্থা। অন্তত এমনাটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে। যদিও ইউআইডিএআই-এর তরফে হ্যাকিং স্বীকার করা হয়নি।

Latest article