শেষ আটে সিন্ধু

Must read

শেনজেন, ১৮ সেপ্টেম্বর : চিন মাস্টার্স সুপার (China Masters 2025) ৭৫০ ব্যাডমিন্টনে পুরনো ফর্মে পিভি সিন্ধু। বৃহস্পতিবার থাইল্যান্ডের পর্নপাউই চোটুওংকে সরাসরি গেমে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। বিশ্বের ছয় নম্বর থাই প্রতিদ্বন্দ্বীকে ২১-১৫, ২১-১৫ ফলে হারাতে মাত্র ৪১ মিনিট সময় নেন সিন্ধু। এবার তাঁকে খেলতে হবে বিশ্বের এক নম্বর তথা প্যারিস অলিম্পিকে সোনাজয়ী দক্ষিণ কোরিয়ার আন সে ইয়াংয়ের বিরুদ্ধে।
এদিকে, পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাই রাংকিরেড্ডি ও চিরাগ শেঠি। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি ২১-১৩, ২১-১২ গেমে উড়িয়ে দেন চিনা তাইপের চিউ সিয়াং চিয়ে ও ওয়াং চি লিনকে। ম্যাচ জিততে মাত্র ৩৩ মিনিট সময় নেন সাত্ত্বিক-চিরাগ জুটি।

আরও পড়ুন-বিহারের পর এসআইআরের থাবা এবার রাজধানী দিল্লিতে

Latest article