প্রতিবেদন: প্রায় চার বছর বাদে ভারত-চিন সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে উদ্যোগী হয়েছে দু’দেশের সরকার। লাদাখ থেকে অরুণাচলে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রায় সেরে ফেলেছে চিন। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে এখানেই থেমে না থেকে পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে শি জিনপিংয়ের দেশ। তার মধ্যে অন্যতম দুই দেশের মধ্যে সরাসরি উড়ান চালু করা।
আরও পড়ুন-পরমাণু হামলার আশঙ্কা ট্রাম্পের!
ব্রিকসের পরে ফের ভারত-চিন কথা হয় রিও-র জি-টোয়েন্টি বৈঠকে। অচলাবস্থার যে দরজা খুলেছিল ব্রিকস সম্মেলনে, তা আরও মসৃণ করার বার্তা চিনের পক্ষ থেকেই দেওয়া হয়েছে জি-টোয়েন্টি সম্মেলনে। ভারতীয় বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিশ্রির বক্তব্য, জি-টোয়েন্টির সাইড লাইনে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং উই। সেখানে মূলত সীমান্তে চিনা সৈন্য কতটা সরল তা নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে চিনের পক্ষ থেকে দিল্লির সঙ্গে বেজিংয়ের সরাসরি উড়ানের প্রস্তাব পেশ করা হয়। চিনের তরফেই অসহযোগিতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই সরাসরি উড়ান পরিষেবা। অক্টোবরে দু’দেশের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হওয়ার পরে ভারতের পক্ষ থেকে তা আবার শুরু করার প্রস্তাব দেওয়ার হয়। জি-টোয়েন্টি সম্মেলনে তাতে সম্মতি জানিয়ে আলোচনা করেন চিনের বিদেশমন্ত্রীও। নিজেদের দেশের আর্থিক দিক চিন্তা করেই এই প্রস্তাবে এগোতে চাইছে চিন, অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সেই সঙ্গে দু’দেশের মধ্যে সাংবাদিক আদান প্রদান ও ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করারও প্রস্তাব চিনের দিক থেকেই পেশ করা হয়। অনেকেই মনে করছেন, কট্টর চিনবিরোধী ডোনাল্ড ট্রাম্পের জয় পরোক্ষভাবে হলেও ভারতের সঙ্গে চিনের সম্পর্ক সহজ করার পথ খুলে দিয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…