আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতোই আর একটি স্পেস স্টেশন তৈরি করছে চিন। শি জিনপিং সরকার এই স্পেস স্টেশনের নামকরণও চূড়ান্ত করে ফেলেছে। স্পেস স্টেশনের নাম হচ্ছে তিয়াংগং। চিনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই নতুন স্পেস স্টেশনে তিনটি অংশ থাকবে। যা ধাপে ধাপে মহাশূন্যে পাঠানো হবে।
আরও পড়ুন-এখনই অবসর নিচ্ছি না : ঋদ্ধি
মোট ছ’টি ধাপে পাঠিয়ে তৈরি হবে প্রস্তাবিত স্পেস স্টেশন। এই স্পেস স্টেশনটির আকৃতি হবে অনেকটা ইংরেজি ‘টি’ অক্ষরের মতো। এই মহাকাশ স্টেশনের যে অংশে গবেষণামূলক কাজ হবে তার নাম দেওয়া হয়েছে ওয়েনতিয়ান। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতো চিনের এই মহাকাশ স্টেশনে যে কোনও দেশের বিজ্ঞানীরা গবেষণা করতে পারবেন।