প্রতিবেদন : শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদ্দেশে এগিয়ে আসা চিনা জাহাজকে ঘিরে ক্রমশই উত্তেজনা বাড়ছে। চিনা জাহাজ ইউয়ান ওয়াং-৫-এর হাম্বানটোটা বন্দরে আসার কথা বৃহস্পতিবার। ভারত এই চিনা জাহাজের আসার বিষয়ে প্রবল প্রতিবাদ জানিয়েছে কলম্বোকে। নয়াদিল্লির চাপে পড়ে শ্রীলঙ্কা চিনা জাহাজের আগমন অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। কিন্তু সেই অনুরোধে কাজ হচ্ছে না। চিনা জাহাজটি ২৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় শ্রীলঙ্কার দিকে এগিয়েই চলেছে। আশা করা হচ্ছে, পূর্ব নির্ধারিত ১১ অগাস্ট সকালেই হাম্বানটোটায় পৌঁছবে চিনা জাহাজ ইউয়ান ওয়াং-৫।
আরও পড়ুন-লালুকে ছাড়া বিহার চলবে না,ট্যুইট লালুকন্যা রোহিণীর
জাহাজটির আসার কথা জানার পর বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে এমন বিষয়গুলির দিকে সরকার সর্বদা নজর রাখে। অর্থাৎ শ্রীলঙ্কার বন্দরের দিকেও নজর রাখবে ভারত। অন্যদিকে সোমবার চিন পাল্টা বলেছে, নিরাপত্তার কথা বলে ভারত যেভাবে জাহাজটির শ্রীলঙ্কায় আসা আটকাতে চাইছে তা অর্থহীন। জানা গিয়েছে, ৭৫০ কিমি এলাকায় বায়বীয় নজরদারি চালাবার ক্ষমতা রয়েছে জাহাজটির। চাইলেই ওই চিনা জাহাজ ভারতীয় সীমান্তে থাকা পরমাণু গবেষণা কেন্দ্র কালাপাক্কাম ও কুড়ানকুলামে নজরদারি চালাতে পারে। পাশাপাশি কেরল, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বন্দরগুলি সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে পারে।