প্রাণরক্ষা হল না আর। বিয়ের দিনই মৃত্যু হল গুলিতে জখম পুলিশকর্মী হিমাংশু মাঝির। সোমবার ভোর পাঁচটায় কলকাতার সিএমআরআই হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চুঁচুড়ার (Chinsurah) ইমামবাড়া হাসপাতালে কর্তব্যরত অবস্থায় হিমাংশু নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
প্রাথমিকভাবে মনে করা হয়েছে, হিমাংশু নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। কিন্তু বিয়ের তিনদিন আগে কেন তিনি একাজ করতে গেলেন? হিমাংশু বাঁকুড়ার হীরবাঁধের বাসিন্দা ছিলেন। চন্দননগর পুলিশ লাইনের র্যাফে পোস্টিং ছিল তাঁর। চন্দননগর পুলিশ লাইনের বারাকে থাকতেন।
আরও পড়ুন- যাদবপুর ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর ওপর হামলায় ধৃত প্রাক্তনী বীরভূমের সাহিল
গত সপ্তাহে বৃহস্পতিবার রাতে ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে কর্তব্যরত ছিলেন তিনি। সেসময় তিনি নিজেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেই শব্দ শুনে ওই জায়গায় ছুটে গিয়েছিলেন কর্মরত অন্য পুলিশকর্মী ও হাসপাতালের সকলেই। রক্তাক্ত অবস্থায় হিমাংশুকে পড়ে থাকতে দেখে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো গেল না। এদিনই মৃত্যু হল তাঁর।