অন্য দোল একসঙ্গে আড়াইশো শিল্পীর ছৌনাচ

Must read

সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: জনসংযোগের দোলযাত্রায় (Dol Yatra) জনজোয়ার একেই বলে! এবার দোল উৎসবে আড়শা স্টেডিয়ামে একসঙ্গে ২৫০ জন ছৌশিল্পীর নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান জমিয়ে দিল ময়দান। জেলা আইএনটিটিইউসি (INTTUC) সভাপতি উজ্জ্বল কুমারের এমন জনসংযোগে অভিভূত জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, বর্ষীয়ান নেতা শান্তিরাম মাহাত। ময়দানে তিল ধারণের জায়গা ছিল না। অনুষ্ঠান শেষে সবুজ আবিরে ঢেকে যাওয়া মাঠে দাঁড়িয়ে উজ্জ্বল বলে দিলেন, পঞ্চায়েত জয়ের আবির উড়তে শুরু করল আড়শা থেকেই। জেলায় এবার বিরোধীদের দূরবিন দিয়ে খুঁজতে হবে। দোলে এবার পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় থেকে গড়পঞ্চকোট, প্রতিটি পর্যটনক্ষেত্রেই বসন্ত উৎসব হয়েছে। কিন্তু এমন বিশাল জনসমাগম কোথাও হয়নি। উজ্জ্বল বলেছেন, দিদির দূত, দিদির সুরক্ষা কবচ কর্মসূচি থেকেই মাথায় পরিকল্পনা এসেছিল। মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তাই স্টেডিয়ামে দোল খেলার সিদ্ধান্ত নিলাম। পাশে পেলাম দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াকে। জেলায় শতাধিক ছৌ দলের সঙ্গে যোগাযোগ করে ঠিক হল, ময়দানে মূল আকর্ষণ হবে একসঙ্গে ২৫০ জন ছৌশিল্পীর কার্তিক চরিত্রের নাচ। আড়শা ছাড়াও বাঘমুন্ডি, বলরামপুর, ঝালদা, কোটশিলা থেকে মানুষ এসেছিলেন।
সৌমেন বেলথরিয়া বলেন, এত ভাল আয়োজন হয়েছিল, আমরা মুগ্ধ। দোল (Dol Yatra) যেন দোলা দিয়ে গেল জঙ্গলমহলে। গোটা মাঠে আমরা প্রচারে রেখেছিলাম রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজ, দিদির দেওয়া পরিষেবাগুলির তথ্য। মানুষ ঘুরে ঘুরে সব দেখেছেন। এদিন আগত দর্শকদের মধ্যে বাবুরাম কুমার, যুধিষ্ঠির মাহাত, তিলক মাহাত, শান্তি কুইরী প্রমুখরা বলেন, নতুন দোল হল।

আরও পড়ুন: রাস্তাশ্রী প্রকল্পে ১৫৫ কোটিতে ৪২৪ রাস্তা

Latest article