ভাগীরথী নদীর কাছে ভেঙে পড়ল চপার, মৃত ৫

তবে ঠিক কীভাবে এদিন এই দুর্ঘটনা ঘটেছে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায় নি।

Must read

উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশী জেলায় আজ, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ গঙ্গোত্রীর দিকে যাচ্ছিল একটি বেসরকারি চপার। হঠাৎ করেই মাঝ আকাশে ভেঙে পড়ে চপারটি। এর ফলে চপারে থাকা পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক খবর অনুসারে, চপারে প্রায় সাতজন যাত্রী ছিলেন। দুজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাকিরা মৃত।

আরও পড়ুন-লাহোর বিমাবন্দরের একাধিক বিস্ফোরণ, আতঙ্ক শহরজুড়ে

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ, সেনা, দুর্যোগ ব্যবস্থাপনায় কুইক রেসপন্স এর একটি টিম, অ্যাম্বুলেন্স ও ভাটোয়ারীর বিডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান দুর্ঘটনাস্থলে প্রশাসন ও উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে। তবে ঠিক কীভাবে এদিন এই দুর্ঘটনা ঘটেছে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায় নি। আহতরা সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Latest article