পোলার্ডের অবসর নিয়ে গেইল, আমার আগে তুমি, বিশ্বাসই হচ্ছে না

‘ইউনিভার্স বস’ গেইল ৪৩ বছর বয়সেও দেশের হয়ে ওয়ান ডে, টি-২০ চালিয়ে যাচ্ছেন। তবে ২০১৪-র পর আর টেস্ট খেলেননি দেশের হয়ে।

Must read

ত্রিনিদাদ, ২১ এপ্রিল : আন্তর্জাতিক ক্রিকেট থেকে কায়রন পোলার্ডের আচমকা অবসরের সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেট বিশ্ব। অবাক হয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডারের সতীর্থরাও। পোলার্ডের থেকে ৮ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল জানিয়েছেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না পোলার্ড তাঁর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

আরও পড়ুন-ক্ষমা চাইলেন

‘ইউনিভার্স বস’ গেইল ৪৩ বছর বয়সেও দেশের হয়ে ওয়ান ডে, টি-২০ চালিয়ে যাচ্ছেন। তবে ২০১৪-র পর আর টেস্ট খেলেননি দেশের হয়ে। তবু অবসরের সিদ্ধান্ত এখনও নেননি। কিন্তু ৩৪ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন গেইলের সতীর্থ পোলার্ড। বিস্ময় প্রকাশ করে গেইল ট্যুইটারে লিখেছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না কায়রন তুমি আমার আগেই অবসর নিয়ে ফেলেছ। যাই হোক, তোমার আন্তর্জাতিক কেরিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে দেশের জার্সিতে খেলতে পেরেছি বলে ভাল লাগছে। অনেক মুহূর্ত উপভোগ করেছি। অবসর জীবন সুখী হোক। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভেচ্ছা রইল।’ শুধু গেইলই নন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে পোলার্ডের সঙ্গে খেলা তাঁর সতীর্থরাও ত্রিনিদাদের অলরাউন্ডারের অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছেন। সেই তালিকায় আছেন সুনীল নারিন, কেমর রোচও।

Latest article