ক্রিসমাস কার্নিভালে মালদহে রেকর্ড ভাঙা ভিড় হবে

২০১৭ সালে মালদহ শহরে ক্রিসমাস কার্নিভালের সূচনা হয় তৎকালীন পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষ ও উপ-পুরপ্রধান দুলাল সরকারের উদ্যোগে

Must read

সংবাদদাতা, মালদহ : ইংরেজবাজার পুরসভার উদ্যোগে ও প্রশাসনের সহযোগিতায় ২৫ ডিসেম্বর বড়দিনে শুরু হবে ক্রিসমাস কার্নিভাল ও বর্ষবরণ উৎসব। জোরকদমে চলছে তার প্রস্তুতি। সোমবার সাংবাদিক সম্মেলনে ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান, ‘‘২৫ ডিসেম্বর কার্নিভালের সূচনা হবে। শেষ হবে বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে।

আরও পড়ুন-খুন হওয়া শ্রমিকের স্ত্রীর পাশে মানবিক পুলিশকর্তা

ইতিমধ্যে প্রশাসনিক পর্যায়ে জেলাশাসক, পুলিশ সুপার-সহ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে সভা হয়েছে। সংকীর্ণ স্থানে যানবাহন চলাচলের অসুবিধা, দর্শকদের দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করায় সমস্যার কথা ভেবে এবার অনুষ্ঠান ফোয়ারা মোড় থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বৃন্দাবন মাঠে। আলোয় সাজবে ফ্লাইওভারের শেষে ক্যাথলিক চার্চ থেকে রবীন্দ্রস্ট্যাচু, রাজমহল রোড, ফোয়ারা মোড় হয়ে বৃন্দাবনী মাঠে প্রবেশের দুটি রাস্তা। প্রতিদিন স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে হবে অনুষ্ঠান। হবে ফুড পার্ক।’’

আরও পড়ুন-ভিড়ে ঠাসা কর্মী সম্মেলনে শুরু পঞ্চায়েত ভোটপ্রস্তুতি

প্রসঙ্গত, ২০১৭ সালে মালদহ শহরে ক্রিসমাস কার্নিভালের সূচনা হয় তৎকালীন পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষ ও উপ-পুরপ্রধান দুলাল সরকারের উদ্যোগে। মাঝে করোনার কারণে ২০১৯ এবং ২০২০ সালে অনুষ্ঠান হয়নি। গত বছর উৎসবকে কেন্দ্র করে মালদহ শহরে ব্যাপক জনসমাগম হয়। এবারও বর্তমান পুর বোর্ডের আশা, অতীতের রেকর্ড ভেঙে আরও বেশি জনসমাগম হবে।

Latest article