কৃষ্ণনগরে দুটি গির্জায় সমারোহে পালিত বড়দিন, অনুদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ

উদ্দীপনা ও মহাসমারোহে বড়দিন পালিত হল কৃষ্ণনগর ক্যাথেলিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট চার্চে। চার্চে রাত বারোটা থেকে প্রার্থনা শুরু হয়।

Must read

অর্ক দাস, নদিয়া: উদ্দীপনা ও মহাসমারোহে বড়দিন পালিত হল কৃষ্ণনগর ক্যাথেলিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট চার্চে। চার্চে রাত বারোটা থেকে প্রার্থনা শুরু হয়। এরপর শান্তির বাণী দিয়ে সম্পন্ন হয় বড়দিন পালন উৎসব। কৃষ্ণনগর ক্যাথলিক চাের্চর বিশপ নির্মল গোমস বড়দিনের অনুষ্ঠানকে আরো সুন্দর ও আলোক সজ্জিতভাবে করে তোলার জন্য রাজ্য সরকারের অনুদােনর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন-বাংলাভাষী শ্রমিককে মিথ্যা অপবাদে পিটিয়ে খুন ওড়িশায়

জমজমাট শীতকে উপেক্ষা করে রাত বারোটার মধ্যে কৃষ্ণনগরবাসী হাজির হন ক্যাথলিক চার্চের প্রার্থনাসভায়। পরে কৃষ্ণনগর ডায়াসিেসর প্রধান বিশপ নির্মল গোমস জানান যিশু হচ্ছেন শান্তির দূত,বর্তমান বিশ্বে ও বাংলায় এই হানাহানির সময় ওঁর বাণীগুলোই মানুষের মধ্যে পৌঁছে দেওয়া দরকার। মানুষের ভাতৃত্ববোধ গড়ে উঠলেই তবেই তো প্রকৃত সমাজ নির্মিত হবে।

Latest article