আজ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শুরু বড়দিনের উৎসব

সেজে উঠেছে অ্যালেন পার্ক, কেক-ওয়াইন-শীতে জমজমাট পার্ক স্ট্রিট

Must read

মৌসুমী বসাক: কেক-ওয়াইন-শীতের সন্ধে আর ঝলমলে আলো! এই শব্দগুলো পরপর বললেই তার সঙ্গে যে শব্দটি মাথায় আসে তা হল বড়দিন (Christmas)। আর বড়দিন মানেই পার্ক স্ট্রিটের রাস্তা, অ্যালেন পার্ক। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালেন পার্ক থেকে বড় দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। তার আগে সম্পূর্ণভাবে প্রস্তুতি সারা হয়েছে এখানে। এদিন মুখমন্ত্রীর হাত থেকেই উদ্বোধন হবে শীতকালীন এই উৎসবের। ২৩ তারিখ থেকে শুরু হবে ধারাবাহিক অনুষ্ঠান তবে ২৪ এবং ২৫ তারিখ জনসাধারণের জন্য অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬ থেকে আবার যথারীতি ৩০ তারিখ পর্যন্ত একেক দিন একেক ধরনের অনুষ্ঠান থাকবে। এই বছর এলেন পার্কের এই অনুষ্ঠান ১৪ তম বর্ষে পা দিচ্ছে। বুধবার তথ্যসংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন গোটা প্রস্তুতি খতিয়ে দেখেন। ২০১১ সাল থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল। ক্রিসমাসের (Christmas) সন্ধ্যায় ভিড় উপচে পড়ে পার্ক স্ট্রিটের রাস্তায়। বহু মানুষ ভিড় জমান পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে। শহরের বিভিন্ন চার্চে মানুষের সমাগম, আলোকমালায় সজ্জিত রাস্তা, খাওয়াদাওয়া আর শীতের আমেজ সব নিয়ে ক্রিসমাস হবে জমজমাট। পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকাও আলো দিয়ে সাজানো হবে। এর পাশাপাশি সেজে উঠবে বো ব্যারাকের গলি।

আরও পড়ুন-জয় বাংলা স্লোগান লেখায় কুপিয়ে খুন ২

Latest article