প্রতিবেদন : এ-বছরের কলকাতার বড়দিন উৎসবের সূচনা হবে আগামী বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর। ওইদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। সাংবাদিক বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন নন্দিনী চক্রবর্তী-সহ বিশিষ্টরা। রাজ্য সরকারের বাৎসরিক এই অনুষ্ঠান এবার ১৪ বছরে পা দিচ্ছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা ঢেলে সাজানো হচ্ছে। পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকাও আলো দিয়ে সাজানো হবে। বৃহস্পতিবার ফেস্টিভ্যাল শুরু হওয়ার পর ২৩ ডিসেম্বর পর্যন্ত সন্ধেবেলা নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে অ্যালেন পার্কে। ২৪ ও ২৫ ডিসেম্বর দর্শনার্থীদের জন্য অ্যালেন পার্ক বন্ধ থাকবে। আগামী ২৬ ডিসেম্বর অ্যালেন পার্কে আয়োজন করা হয়েছে সঙ্গীতানুষ্ঠানের। ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২০১১ সাল থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার ক্রিসমাস (Christmas) ফেস্টিভ্যাল। এর পাশাপাশি ক্রিসমাসের আগে সেজে উঠবে বো ব্যারাকও। কলকাতার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, চন্দননগর, ব্যান্ডেল, বারুইপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও বিধাননগরেও ক্রিসমাস ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- শুরু ‘বাংলার বাড়ি’র প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ, কথা রাখলেন মুখ্যমন্ত্রী