সংবাদদাতা, হুগলি : হুগলি জেলার মগরার দিগসুইয়ে রয়েছে খন্নান ডাঃ বি আর আম্বেদকর সেবা সমিতি। সেখানে রয়েছেন ৬৯ জন আবাসিক। সামনেই বড়দিন। তাই বড়দিনের আগে আবাসিকদের জন্য উপহারের ডালি নিয়ে হাজির হলেন হুগলি লোকসভা কেন্দ্রের অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় বড়দিনের উপহার নিয়ে সেখানে হাজির হন তিনি। নিজের হাতে তুলে দিলেন সেই উপহার। উপহার পেয়ে বেজায় খুশি আবাসিকরা।
আরও পড়ুন-বেকার সমস্যা নিয়ে ফের মিথ্যার ফানুস মোদির
হাতে করে আবাসিকদের মাথায় পরিয়ে দিলেন সান্তা টুপি। আবাসিকরা নিজেদের হাতের তৈরি করা একটি চটের ব্যাগ সাংসদকে উপহার হিসেবে তুলে দিলেন। সাংসদ বলেন, আমি চেয়েছিলাম বড়দিনের আগে বাচ্চাদের কিছু উপহার দেব। সেই জন্যই আমি উপহার নিয়ে এসেছিলাম। সব থেকে বেশি ভাল লাগল তারা পড়াশোনার পাশাপাশি হাতের কাজও করছে। তিনি আরও বলেন, আগামী দিনে এই সংস্থার পাশে তিনি থাকবেন। সাংসদের সঙ্গে ছিলেন নবীন গঙ্গোপাধ্যায়, সৌমেন প্রামাণিক, দীপা প্রামাণিক, সত্যরঞ্জন শীল প্রমুখ।