পর্যটকদের নয়া গন্তব্য ‘মিনি পহেলগাঁও’ চুহা ভ্যালি

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চুহা ভ্যালিকে অনেকেই তুলনা করছেন কাশ্মীরের বৈসরন ভ্যালির সঙ্গে। কেউ কেউ নাম দিয়েছেন ‘মিনি পহেলগাঁও’।

Must read

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: শীতের ছুটিতে পাহাড়-অরণ্যের কোলে ঘুরে আসার পরিকল্পনা করছেন? কাশ্মীর না গিয়েও পহেলগাঁও-এর স্বাদ পেয়ে যাবেন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। জঙ্গলমহলের অন্য ধরনের সৌন্দর্যের নাম চুহা ভ্যালি। স্থানীয়দের কাছে যেমন প্রিয়, তেমনই ধীরে ধীরে পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে। চারিদিকে সবুজের সমারোহ, সারি সারি শালবন, মাঝেমধ্যে ছোট ছোট টিলা আর হরিণ ও ময়ূরের ডাক। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চুহা ভ্যালিকে অনেকেই তুলনা করছেন কাশ্মীরের বৈসরন ভ্যালির সঙ্গে। কেউ কেউ নাম দিয়েছেন ‘মিনি পহেলগাঁও’।

আরও পড়ুন-বিহারে দ্বিতীয় দফায় ভোট পড়ল ৬৭.১৪ শতাংশ, আরারিয়া-নওয়াদায় সংঘর্ষ, আরওয়ালে বুথেই হৃদরোগে মৃত্যু প্রিসাইডিং অফিসারের

স্থানীয় মানুষজন জানান, চুহা ভ্যালি ঘিরে রয়েছে বালিচুয়া, ওদলচুয়া, নোটাচুয়া, ঢাঙ্গিচুয়া ও কটুচুয়া গ্রাম। চারদিকের পাহাড়, নির্জনতা ও শান্তিপূর্ণ পরিবেশ মন ভরিয়ে দেবে। বেলপাহাড়ির পর্যটন মুখপাত্র বিধান দেবনাথ বলেন, স্থানীয়রা জায়গাটিকে চুহা ভ্যালি নামেই চেনেন। সামনেই ডুলুং ও মাছকাঁদনা উপত্যকা। বৈসরন ভ্যালির সঙ্গে অনেক মিল রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চুহা ভ্যালির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পর্যটকের ঢল নামতে শুরু করেছে। স্থানীয়রা খুশি, বাড়ির কাছেই মনোরম পর্যটনকেন্দ্র পেয়ে। সবুজ অরণ্যের নিস্তব্ধতার মাঝে পাথরের গা বেয়ে ঝরে পড়া জলের কুলুকুলু ধ্বনি কাজের ক্লান্তি আর শহরের কোলাহল ভুলিয়ে দেয় মুহূর্তে। একদিনের ছোট্ট ট্রিপ বা সপ্তাহান্তের অবকাশ— জঙ্গলমহলের নতুন গন্তব্য ‘মিনি পহেলগাঁও’ চুহা ভ্যালি।

Latest article