রাশিয়ায় গির্জায় হামলা, বন্দুকবাজদের গুলিতে নিহত ১৫

প্রশাসনের তরফে প্রাথমিকভাবে এটিকে জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে। যদিও কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

Must read

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ অব্যাহত আর এর মধ্যেই তিন মাসের মাথায় রাশিয়াতে (Russia) চলল সন্ত্রাসী হামলা। দেশটির বেশকয়েকটি ধর্মীয় স্থানে ও পুলিশকে লক্ষ্য করে বন্দুকধারী দুষ্কৃতীরা হামলা চালায়। আচমকা এমন এক ঘটনায় পাদরি-সহ কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন বলে যা গিয়েছে। আহত হয়েছেন ১২জন। যার মধ্যে অনেকের অবস্থা রীতিমত আশঙ্কাজনক। যদিও পুলিশের গুলিতে ৬ বন্দুকধারী নিহত হয়েছে।

আরও পড়ুন-অম্বুবাচীতে প্রথা ভেঙে খোলা সবুজ কালী মন্দির

রবিবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালা এবং উপকূলীয় শহর ডারবেন্টে। দুপক্ষের গুলির লড়াইয়ে মাখাচকালায় ৪ জন এবং ডারবেন্টে দু’জন বন্দুকধারী মৃত। যদিও দুঃখের বিষয় পুলিশ কর্মী ছাড়াও এদিনের ঘটনায় বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ডারবেন্টের এই গির্জায় ৪০ বছর ধরে নিযুক্ত থাকা এক পাদরি প্রাণ হারিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর ডারবেন্ট শহরের একটি ইহুদি উপাসনালয় (সিনাগগ) এবং গির্জায় বন্দুকধারী দুষ্কৃতীরা হামলা চালায়। দিশাহীন ভাবেই তারা গুলি চালাতে শুরু করে। এর ফলে প্রাণহানি তো হয়েছেই তাছাড়া গির্জায় এবং সিনাগগে আগুন লেগে যায়। সূত্রের খবর, রাজধানীতে একটি গির্জা এবং পুলিশ পোস্টেও সেই সময়ে হামলা চালায় দুষ্কৃতীরা। সন্ত্রাসবিরোধী কমিটি ৬ জন বন্দুকধারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যদিও কতজন দুষ্কৃতী এই হামলার সঙ্গে জড়িত ছিল সেটা এখনও জানা যায়নি। প্রশাসনের তরফে প্রাথমিকভাবে এটিকে জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে। যদিও কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

Latest article