প্রতিবেদন : নিয়োগ দুর্নীতির দায়ে এবার গ্রেফতার হলেন মুর্শিদাবাদের গোথা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। সোমবার জেরার পর তাঁকে গ্রেফতার করল সিআইডি। আশিস তিওয়ারির গ্রেফতারি প্রসঙ্গে ডিআইজি সিআইডি শিমুল সরকার জানিয়েছেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক গরমিল পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-দশ লাখের বেশি বার্ধক্য ভাতা
তদন্তের জন্য তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে। আশিস তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ ভাবে তাঁর ছেলে অনিমেষ তিওয়ারিকে তাঁরই স্কুলে শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছিলেন। এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছিল রাজ্যে। অভিযোগ, অনিমেষ তিওয়ারির নামে নিয়োগের কোনও সুপারিশপত্রই ইস্যু করা হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, তিনি কীভাবে শিক্ষক হিসেবে স্কুলে চাকরি করছিলেন। এ নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত প্রধান শিক্ষক আশিস তিওয়ারি।